20 February, 2020

ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত।

 আজ ২০শে ফেব্রুয়ারী, ২০২০ খ্রিঃ, শিক্ষার্থীদের মধ্যে সাধারণ জ্ঞানের চর্চা বৃদ্ধির লক্ষে ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  শিক্ষার্থীদের উদবুদ্ধ করার জন্য তাদেরকে পুরস্কৃতও করা হয়।



এই প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির প্রায় তিনশত জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৪০ মিনিটের পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয় প্রতিযোগিতা। যেখানে থাকে সাম্প্রতিক বিষয়াবলীর উপর বিভিন্ন প্রশ্ন। অংশগ্রহণকারীদের মধ্যে প্রতি শ্রেণি থেকে দুই জন করে মোট দশ জন কে বিজয়ী নির্বাচন করা হয়।

  বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অত্র বিদ্যালয়ের সম্মানীত প্রধান  শিক্ষক জনাব ওয়ালীয়ার রহমান। আয়োজনটি নিয়ে তিনি বলেন, অবশ্যই এটা একটি ভালো উদ্যোগ শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের মধ্যে ছোট বেলা থেকেই সাধারণ জ্ঞানের চর্চা হবে যা ভবিষ্যতে তাদের অনেক উপকৃত করবে বলে আমি মনে করি। তিনি এই প্রতিযোগিতাটি প্রতি মাসে বিদ্যালয়ে চলমান রাখার জন্য পরামর্শ প্রদান করেন।   

উল্লেখ্য যে, বিদ্যালয়ের প্রত্যাহিক সমাবেশ চলাকালে দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ আল আমিন প্রতি দিন ১০ টি করে সাধারণ জ্ঞান প্রশ্ন শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করে। প্রতি মাস শেষে এই প্রশ্ন গুলো থেকে একটি সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা খুবই আনন্দ এবং আন্তরিকতার সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।









ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়ের এস এস সি প্রথম ব্যাচের শিক্ষার্থী রবিউল ইসলাম ।

মোঃ রবিউল ইসলাম
মোঃ রবিউল ইসলাম ২০১৩ ইং সনে ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরিক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। সে অত্র বিদ্যালয়ের এস এস সি প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিল। বর্তমানে সে ওরিয়েন্ট ইয়াং সোসাইটির একজন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। তাছাড়া সে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত হয়ে মানুষের সহযোগিতা করে আসছে।