
এই প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির প্রায় তিনশত জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৪০ মিনিটের পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয় প্রতিযোগিতা। যেখানে থাকে সাম্প্রতিক বিষয়াবলীর উপর বিভিন্ন প্রশ্ন। অংশগ্রহণকারীদের মধ্যে প্রতি শ্রেণি থেকে দুই জন করে মোট দশ জন কে বিজয়ী নির্বাচন করা হয়।

উল্লেখ্য যে, বিদ্যালয়ের প্রত্যাহিক সমাবেশ চলাকালে দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ আল আমিন প্রতি দিন ১০ টি করে সাধারণ জ্ঞান প্রশ্ন শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করে। প্রতি মাস শেষে এই প্রশ্ন গুলো থেকে একটি সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা খুবই আনন্দ এবং আন্তরিকতার সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।