04 September, 2018

বাতায়ন সেরা বিদ্যালয় "তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়"
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম এলাকায় একজন সৎ,যোগ্য,নিষ্ঠাবান প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে । বিদ্যালয়টিতে এ পর্যন্ত শিক্ষক বাতায়নে সেরার সংখ্যা দাঁড়ালো ৫ জন ! যা বাংলাদেশের আর কোন প্রতিষ্ঠানে আছে কি-না সন্দেহ । উক্ত প্রতিষ্ঠানটির আইসিটি মনা শিক্ষক বাবু জ্যোতিষ চন্দ্র রায় যিনি লালমনিরহাট জেলায় জ্যোতিষ স্যার নামে পরিচিত । তিনি একাধারে মুক্তপাঠ এম্বাসেডর, বৃটিশ কাউন্সিল এম্বাসেডর, বাতায়ন সেরা, ICT4E জেলা এম্বাসেডর, a2i কর্তৃক নির্বাচিত মাষ্টার ট্রেইনার এবং উল্লেখিত দক্ষতা অর্জনের কারণে তিনি কয়েকবার বিদেশেও গমন করেছেন । জ্যোতিষ স্যারের এক্টিভিটি এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষানুরাগী প্রধান শিক্ষক বাবু পবিত্র কুমার রায়ের উদার মানসিকতার সমষ্টিগত ফসল ৫ বাতায়ন সেরা । উক্ত বিদ্যালয়ের সদ্য বাতায়ন সেরা নমিতা রানী রায় লালমনিরহাট জেলার "টপ টেন" কে ভেঙ্গে ১১ নং সিরিয়ালে স্থান করে নিলেন । আমি তাকে প্রাণঢালা উষ্ণ অভিনন্দন এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি । আশা রাখি এর সংখ্যা বৃদ্ধি অব্যহত থাকবে ।