04 September, 2018

কালীগঞ্জের 12 Star' কর্তৃক শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় সংবর্ধনা


              

গতকাল ( ১৫-০৫-২০১৮ খ্রিঃ) লালমনিরহাট জেলার, কালীগঞ্জ উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে গঠিত '12 Star' আয়োজিত শিক্ষক বাতায়নে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় সংবর্ধনা পেলাম অামরা উক্ত কালীগঞ্জ উপজেলার পাঁচ জন। এজন্য '12 Star' এর সকল প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষাঞ্চল কালীগঞ্জ এর রুপকার, স্বপ্ন দ্রষ্টা, অামাদের অনলাইন মহাগুরু জনাব Khurshiduzzaman Ahmed  স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

লালমনিরহাটে ‘প্রথম প্রতিশ্রুতিশীল শিক্ষক সভা’ অনুষ্ঠিত



'সমৃদ্ধ শিক্ষক হবো, স্বপ্নের মানুষ গড়বো।' এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাট জেলার, কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘প্রথম প্রতিশ্রুতিশীল শিক্ষক সভা।'
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ খুরশীদুজ্জামান আহমেদসহ লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ৪৫ জন শিক্ষক এ সভায় অংশ নেন। প্রতিশ্রুতিশীল শিক্ষক সভায় এটুআই বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা, ও 'আইসিটি ফর এডুকেশন'-এর জেলা অ্যাম্বাসেডরসহ সৃজনশীল শিক্ষকবৃন্দ যোগ দেন। উক্ত সভায় স্কাইপের মাধ্যমে যোগ দেন  মোঃ ফারুক আহমেদ, ই-ল্যার্নিং স্পেশালিস্ট, এটুআই।  মোঃ কবির হোসেন, সহযোগী অধ্যাপক, ঢাকা টিটিসি।  মোঃ রফিকুল ইসলাম সুজন, এডুকেশন্যাল টেকনোলজি এক্সপার্ট , এটুআই। জয়দীপ দে শাপলু, ঢাকা টিটিসি ও সম্পাদক বাতায়ন ম্যাগ। রায়হানা তাসলিমা  , টিকিউআই, অভিজিৎ সাহা, এটুআই।
'আইসিটি ফর এডুকেশন'-এর এম্ব্যাসেডর ও সকল শিক্ষকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আগে নিজের প্রতিষ্ঠান ঠিক রেখে অপরাপর প্রতিষ্ঠানে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য সকল শিক্ষককে কাজ করতে হবে।
সভায় দৈনিক ইত্তেফাকের অনুশীলন পাতার ইনচার্জ চন্দন কুমার বর্ম্মণ টেলিফোনে যোগ দেন। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ভিত্তিক জ্ঞান বৃদ্ধির প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন।
সভায় আলোচ্য বিষয় ছিল শিক্ষক বাতায়ন, শিক্ষক বাতায়ন ম্যাগ, মুক্তপাঠ, কিশোর বাতায়ন, কিশোর সাংবাদিকতা, মাইক্রোসফট এক্সপার্ট ও বৃটিশ কাউন্সিল স্কুলস অনলাইনের ‘ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড’ ইত্যাদি।
সভায় শিক্ষক বাতায়ন নিয়ে কন্টেন্ট উপস্থাপন করেন দিলীপ কুমার রায়, সহকারী শিক্ষক তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়। বাতায়ন ম্যাগ নিয়ে কন্টেন্ট উপস্থাপন করেন জ্যোতিষ চন্দ্র রায়, সহকারী শিক্ষক, তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়। মুক্তপাঠ নিয়ে আলোচনা করেন  মোঃ রাজিবুর রহমান, প্রধান শিক্ষক, গিয়াস উদ্দীন উচ্চ বিদ্যালয়। কিশোর বাতায়ন নিয়ে আলোচনা করেন  মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়। কিশোর সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন মোঃ বদলুল আলম জাদু, সহকারী শিক্ষক কে ইউ পি উচ্চ বিদ্যালয়। মাইক্রোসফট নিয়ে আলোনা করি, আমি মোঃ আব্দুল মজিদ সহকারী শিক্ষক, ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয় এবং বৃটিশ কাউন্সিলের ‘ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড’ নিয়ে আলোচনা করেন  দীপেন চন্দ্র সেন, সহকারী শিক্ষক, দলগ্রাম উচ্চ বিদ্যালয় এবং টিমলিডার, 'কানেকটিং ক্লাস রুমস, ব্রিটিশ কাউন্সিল' ও 'আইসিটি ফর এডুকেশন'-এর  ফোরাম।
সভায় কেইউপি প্রধান শিক্ষক সকল শিক্ষককে নিজে সমৃদ্ধ হয়ে শিক্ষার্থীদের সমৃদ্ধশালী করে গড়ে তোলার মাধ্যমে স্বপ্নের মানুষ গড়ে তোলার কথা বলেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিস্তা কে আর খাদেম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক।

Dr. Chandana High School

My school is Dr. Chandana High School, which is still non-MPO and my head teacher, whose admission enters the ICT world. Now I am trying to make myself proficient with different online-based courses.
আমার বিদ্যালয় ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয় যা এখনো নন-এমপিও এবং আমার প্রধান শিক্ষক, যার অনুপ্রেণায় আই সি টি জগতে প্রবেশ ঘটে । এখন আমি অনলাইন ভিত্তিক বিভিন্ন কোর্সের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করছি ।

ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়ে শোক দিবস পালিত

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১০ম শ্রেণির শিক্ষার্থী শিমু আক্তার বক্তব্য রাখছেন ।
ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়ে শোক দিবস পালিত
   ডা: চন্দনা উচ্চ বিদ্যালয়ে ১৫ই আগষ্ট  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ যথাযোগ্য মর্যাদায় পালন হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আদর্শময় জীবনের কথা উল্লেখ করে এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনার আলোকে জীবন গড়ে এক সাথে কাজ করার জন্য আহবান জানান ।
বাতায়ন সেরা বিদ্যালয় "তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়"
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম এলাকায় একজন সৎ,যোগ্য,নিষ্ঠাবান প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে । বিদ্যালয়টিতে এ পর্যন্ত শিক্ষক বাতায়নে সেরার সংখ্যা দাঁড়ালো ৫ জন ! যা বাংলাদেশের আর কোন প্রতিষ্ঠানে আছে কি-না সন্দেহ । উক্ত প্রতিষ্ঠানটির আইসিটি মনা শিক্ষক বাবু জ্যোতিষ চন্দ্র রায় যিনি লালমনিরহাট জেলায় জ্যোতিষ স্যার নামে পরিচিত । তিনি একাধারে মুক্তপাঠ এম্বাসেডর, বৃটিশ কাউন্সিল এম্বাসেডর, বাতায়ন সেরা, ICT4E জেলা এম্বাসেডর, a2i কর্তৃক নির্বাচিত মাষ্টার ট্রেইনার এবং উল্লেখিত দক্ষতা অর্জনের কারণে তিনি কয়েকবার বিদেশেও গমন করেছেন । জ্যোতিষ স্যারের এক্টিভিটি এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষানুরাগী প্রধান শিক্ষক বাবু পবিত্র কুমার রায়ের উদার মানসিকতার সমষ্টিগত ফসল ৫ বাতায়ন সেরা । উক্ত বিদ্যালয়ের সদ্য বাতায়ন সেরা নমিতা রানী রায় লালমনিরহাট জেলার "টপ টেন" কে ভেঙ্গে ১১ নং সিরিয়ালে স্থান করে নিলেন । আমি তাকে প্রাণঢালা উষ্ণ অভিনন্দন এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি । আশা রাখি এর সংখ্যা বৃদ্ধি অব্যহত থাকবে ।